Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবা সমূহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

উপজেলা সমবায় কার্যালয়,কালীগঞ্জ, লালমনিরহাট।

http:// cooperative.kaliganj.lalmonirhat.gov.bd



সেবাসমূহ

সমবায় অধিদপ্তরের সেবা ও দায়িত্বসমূহ নিম্নরুপে বিভাজন করা হয়েছে।


কাজের ধরণ

কার্যক্রম

বিধিবদ্ধ

০১. নিবন্ধন প্রদান।

০২. উপ-আইন সংশোধন

০৩. অকার্যকর সমিতি অবসায়ান ও বাতিল।

০৪. বার্ষিক নিরীক্ষা সম্পাদন।

০৫. নিবন্ধিত সমবায় সমিতিসমূহ পরিদর্শন।

০৬. প্রয়োজনীয় তদন্ত কার্য সম্পাদন।

আধা-বিচারিক

০১. বিরোধ মামলা নিম্পত্তি।

উন্নয়নমূলক

০১. ব্যবস্থাপনা ও ব্যবসায়িক উন্নয়নে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান।

০২. আত্ন-কর্মসংস্থানে সহযোগিতা প্রদান।

০৩. সমবায় সমিতি পরিচারনায় পরামর্শ প্রদান।

সম্প্রসারণমূলক

০১. সমবায় আইন ও বিধি মোতাবেক সমবায় সমিতি গঠন, নিবন্ধন ও তত্বাবধান করা।

০২. নিবন্ধিত সমবায় সমিতির নিরীক্ষা ও পরিদর্শনের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা।

০৩. সমবায়ীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, মূলধন সৃষ্টি ও আত্ন-কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র হ্রাস 

করা।

০৪. সমবায় আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে সমবায়ের প্রচার ও প্রকাশনা এবং সেমিনার ও  কর্মশালার 

আয়োজন করা।

০৫. সমবায় ভিত্তিক উন্নয়ন কর্মসূচি/প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করা।

০৬. ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে সমবায় ভিত্তিক ক্ষুদ্র ও কুটিরশিল্প স্থাপন, সমবায়ী কৃষি খামার  

      সৃষ্টি, দুগ্ধ ও অন্যান্য সমবায় ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং উদ্যোক্তা সৃষ্টি করা।

০৭. সমবায় কর্মসূচির মাধ্যমে গ্রামীণ মহিলাদের 

ক্ষমতায়ন ও আর্থ-সামাজিত উন্নয়ন।

০৮. সমবায় বাজার  প্রতিষ্ঠান মাধ্যমে সমবায়ী পণ্য বাজারজাতকরণে সহযোগিতা করা।

প্রশাসনিক সেবা

ক) আনুতোষিক, পেনশন ও পারিবারিক পেনশন

খ) বিভিন্ন ছুটি ও শ্রান্তি বিনোদন ভাতা

গ) জিপিএফ ও কল্যাণ তহবিল

ঘ) বেতনভাতা ও অন্যান্য ভাতা

ঙ) বার্ষিক গোপনীয় অনুবেদন

চ) কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান

ছ) তথ্য অধিকার সংক্রান্ত

জ) অভিযোগ প্রতিকার ব্যবস্থা




উপজেলা সমবায় কার্যালয়,কালীগঞ্জ,লালমনিরহাট এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।